ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ১১, ২০২১
আগামী ১২ আগস্ট থেকে মডার্নার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ১২ আগস্টের পর দেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ ও দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
তবে যেসব স্থানে উক্ত টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশন এলাকাগুলোতে মডার্নার টিকাদান কর্মসূচি শুরু হয়।
এছাড়া ১৪ আগস্ট থেকে দেশে আবশ্যিকভাবে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।