রাতে বাড়তে পারে শীত। সেই সাথে দেশের বিভিন্ন বিভাগে ঝড়তে পারে বৃষ্টি, এমন ইঙ্গিত আবাহাওয়া অফিসের। সারাদেশে দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। তবে, শনিবার শুধু চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হবার পূর্বভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল শনিবার বৃষ্টি ও মেঘ সরে গেলে শীতের অনুভুতি বাড়বে।
আবাহাওয়া অফিস বলছে, খুলনা, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে রবিবার থেকে মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে। তবে, ফেব্রুঢারির ১০ তারিখ থেকে সারাদেশে তাপমাত্র বাড়তে শুরু করবে। এ মাসে প্রাকৃতিক দুযোর্গের সম্ভাবনা দেখছে না আবাহাওয়া অফিস।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলীয়াতে ১০ দশমিক ৪ ডিগ্রি। ঢাকায় তামপাত্র ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।