মাঘের কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চলসহ গোটা দেশ। অব্যাহত শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন। দেশের ১২ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। পঞ্চগড় ও নওগাঁয় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। এদিকে শুক্রবার তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশা ও হিমেল বাতাসে পঞ্চগড়ে বেড়েছে শীতের দাপট। বেশ কিছুদিন ধরেই দেখা নেই সূর্যের। শৈত্যপ্রবাহে কাবু সাধারণ মানুষ। গত দুইদিন ধরে এ জেলায় চলছে মৌসুমের সর্বনিন্ম তাপমাত্রা। আজ শনিবার (২৭ জানুয়ারি) ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে কিছুটা বেশি।
এদিকে নওগাঁর ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তর থেকে আসা হিমশীতল বাতাস আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের জনজীবন। কয়েক সপ্তাহ থেকে হাড়কাঁপানো শীতে জবুথবু এ অঞ্চলের মানুষ। শনিবার সকাল ৯টায় নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস জেলায় সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেন।
তবে ঘন কুয়াশার কারণে শীত আরও বাড়ার সম্ভবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তরের হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গাও শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। শীতে সময় মতো কাজে যেতে পারছেন না তারা। নষ্ট হচ্ছে ধানের বীজতলা। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।