স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন তৃণমূল পর্যায়ে চিকিৎসাকে উন্নত করার জন্য চিকিৎসকদের প্রতি নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি চিকিৎসকদের সুরক্ষা ও তাদের শান্তিতে থাকার ব্যবস্থা করার কথা বলেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে মন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, উপজেলা পর্যায়ে চিকিৎসাকে উন্নত করতে পারলে মেডিকেল কলেজ হাসপাতালে কেউ মাটিতে শুয়ে চিকিৎসা নেবে না। সেই লক্ষ্যে কাজ করার কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকেদের মারধর যেমনি কাম্য নয়, তেমনি ভুল চিকিৎসায় মৃত্যুও কারো কাম্য নয়। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।