দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৮ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের এমপিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বুধবার (২৪ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি জানান, আগামী রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে নতুন সংসদ সদস্যদের সুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নিজেও এমপিদের শুভেচ্ছা গ্রহণ করবেন।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ২২২ জন এমপি নির্বাচিত হয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ৬২ জন, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আর জাতীয় পার্টি থেকে ১১ জন, কল্যাণ পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদ থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।