খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন।
এর মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ভোটার ৯২৪ জন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে খসড়া তালিকার এসব তথ্য জানান।
তিনি আরও জানান, আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করার কথা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২১ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হলো। এরআগে সংসদ নির্বাচনের কারণে ২০১৯ সালেও কিছুটা পিছিয়ে ১৫ জানুয়ারি খসড়া প্রকাশ করা হয়েছিল।
ইসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত কয়েক বছর ২ মার্চ ভোটার দিবস পালন করে নির্বাচন কমিশন। ওই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। গত বছরের প্রকাশিত ভোটার তালিকায় দেশে ভোটার ছিলেন ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। ওই হিসাবে খসড়া তালিকায় যুক্ত হয়েছেন ২৬ লাখ ২৪ হাজার ১০ জন।
তারা আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের কারণে গত বছর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়নি। তার আগের বছর ২০২২ সালে ১৫-১৭ বছর বয়সিদের তথ্য আগাম সংগ্রহ করেছিল ইসি। সেখান থেকে ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এবং যারা মাঠপর্যায়ে ইসির কার্যালয়ে গিয়ে ভোটার হয়েছেন তাদের সংখ্যা যুক্ত করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন।
এজন্য আগের বছরের চেয়ে এবার ভোটার নিবন্ধনের হার কম। গত বছরের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন। সেখানে এবার যুক্ত হয়েছেন মাত্র ২৬ লাখ ২৪ হাজার ১০ জন।
ইসি জানিয়েছে, গত বছরের ২ মার্চ যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল তখন দেশে ভোটার ছিলেন ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪, নারী ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ এবং হিজড়া ছিলেন ৮৩৭ জন।
১৪ সেপ্টেম্বর পর্যন্ত যারা নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কার্যালয়ে গিয়ে ভোটার হয়েছেন তাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। ২ মার্চ থেকে ১৪ সেপ্টম্বর পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের অন্তর্ভুক্ত করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।
এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ এবং হিজড়া ভোটার ছিলেন ৮৪৯ জন। ওই সময়ের পর থেকে রোববার পর্যন্ত ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর বলেন, ২০২২ সালে আগাম তথ্য নেওয়া নাগরিকদের মধ্যে যাদের বয়স ১ জানুয়ারি ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে ভোটার সংখ্যা বেড়েছে।
ইসি সূত্র জানায়, রোববার যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ওই তালিকার ওপর দাবি-আপত্তি জানানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি। জমা হওয়া দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১১ ফেব্রুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২ মার্চ।