ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ভোট দিলেন ওবায়দুল কাদের

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, জানুয়ারী ৭, ২০২৪

ভোট দিলেন ওবায়দুল কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনের বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুরে তার বাড়িসংলগ্ন উদয়ন প্রিক্যাডেট একাডেমিতে সকাল সাড়ে ১০টায় ভোট দিয়েছেন নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এর আগে তিনি এই আসনে পাঁচবার জয়লাভ করেছেন। এ আসনে তার কোনো দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ২০১১ সালের ডিসেম্বর থেকে তিনি সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ‘হেভিওয়েট’ প্রার্থী একমাত্র তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ এই আসনে ছিলেন। মওদুদের মৃত্যুর পর দৃশ্যপট পাল্টে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে। এখন এ আসনে ওবায়দুল কাদের একাই আছেন।

ওবায়দুল কাদের বলেন, বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না। নির্বাচনবিরোধীরা আন্দোলনেও ব্যর্থ হয়েছে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেও ওরা পরাজিত হবে। বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না।

তিনি বলেন, প্রচণ্ড শীত উপেক্ষা করেও মা-বোনেরা বিপুলসংখ্যক ভোটার উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিচ্ছেন। তা দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকরাও দেখতে পাচ্ছেন।