Can't found in the image content. আগামী সপ্তাহে ইসরাইলের যুদ্ধাপরাধ মামলার শুনানি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আগামী সপ্তাহে ইসরাইলের যুদ্ধাপরাধ মামলার শুনানি

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, জানুয়ারী ৫, ২০২৪

আগামী সপ্তাহে ইসরাইলের যুদ্ধাপরাধ মামলার শুনানি
হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা যুদ্ধাপরাধ মামলার শুনানি ১১ ও ১২ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল আদালত এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

গত ২৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা ৮৪ পৃষ্ঠার অভিযোগ সম্বলিত মামলার আর্জি পেশ করে যাতে ইহুদিবাদী ইসরাইলকে আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ সংঘটনের জন্য অপরাধী সাব্যস্ত করার আবেদন জানানো হয়েছে।মামলার আর্জিতে দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিস্তারিত বর্বরতা তুলে ধরেছে। ইসরাইলের বিরুদ্ধে আইসিসিতে দক্ষিণ আফ্রিকার সর্বপ্রথম যুদ্ধাপরাধের মামলা দায়ের করলো।

এদিকে, ইসরাইল এখনো গাজায় গণহত্যার ব্যাপারে একরোখা মনোভাব দেখাচ্ছে এবং সেখানে আগ্রাসন ও মানবতাবিরোধী অপরাধ অব্যাহত রেখেছে। পাশাপাশি যুদ্ধাপরাধের এই মামলা চাপ সৃষ্টির মধ্য দিয়ে নস্যাৎ করে দেবে বলে হুমকি দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার গতকাল বলেছেন, তারা গাজায় ইসরাইলের কোনো যুদ্ধাপরাধ দেখছে না।