Can't found in the image content.
নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ডিসেম্বর ১, ২০২১
শারীরিক
অবস্থার অবনতি হলে রফিকুল ইসলামকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সার্পোটে রাখা
হয়। ২৬ নভেম্বর বিকেলে তাকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর
করা হয়।
মঙ্গলবার
(৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। এভারকেয়ার
হাসপাতালের সিনিয়র ম্যানেজার আরিফ মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শারীরিক
অবস্থার অবনতি হলে রফিকুল ইসলামকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের লাইফ সার্পোটে রাখা
হয়। ২৬ নভেম্বর বিকেলে তাকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর
করা হয়।
সেসময়
চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি ‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ আছেন। নিউমোনিয়ার সমস্যা বেড়ে যাওয়ায়
তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন।
পেটের
ব্যথা নিয়ে গত ৭ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)
ভর্তি করা হয় ৮৭ বছর বয়সী জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে।
পরীক্ষা-নিরীক্ষার
পর তার ফুসফুসে পানি ধরা পড়ে। তখন থেকে তিনি সেখানেই বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন)
বিভাগের অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন।
উন্নত
চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা রফিকুল ইসলামকে ভারতে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি।