যে কোন মূল্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় আওয়ামী লীগ, বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, বিএনপি জ্বালাও-পোড়াও থেকে সরে এসেছে বলে বিশ্বাস করেন না তিনি। ভেতরে ভেতরে ষড়যন্ত্রের তথ্য আছে দাবি করে, আওয়ামী লীগ সতর্ক পাহারায় আছে বলেও ওবায়দুল কাদের জানান।
বুধবার (৩ জানুয়ারি) ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, ১১ টি দেশের ৮০ জনের মতো পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। থাকবেন ইউরোপীয় ইউনিয়ন, এনডিআই, আইআরআই এর প্রতিনিধিও। নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে আওয়ামী লীগ এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। তবে নির্বাচন সুষ্ঠু না হলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার যে শঙ্কা কমিশনারদের, তা নিয়ে কোন মন্তব্য করেননি তিনি।
ওবায়দুল কাদের বলেন, ব্যর্থতা থেকে বিএনপি বের হতে পারছে না। নেই জনসম্পৃক্ততাও। ড. ইউনূস ইস্যুতে অ্যামিনস্টি ইন্টারন্যাশনালের বিবৃতির কড়া সমালোচনাও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সাতই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র সুসংহত হবে বলেও প্রত্যাশা ওবায়দুল কাদেরের।