Can't found in the image content. বিশ্ব মিডিয়ায় ড. ইউনূসের সাজা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিশ্ব মিডিয়ায় ড. ইউনূসের সাজা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ২, ২০২৪

বিশ্ব মিডিয়ায় ড. ইউনূসের সাজা
বাংলাদেশে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলায় নতুন বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। যদিও এর পাঁচ মিনিটের মধ্যে আপিলের শর্তে  তাকে জামিন দেয়া হয়। এসময় দেশি-বিদেশি অনেক পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।

খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করেছে বিশ্বের প্রথম সারির গণমাধ্যম। এর মধ্যে উল্লেখযোগ্য ভয়েস অব আমেরিকা, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, টাইমস্ অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে। 

ভয়েস অব আমেরিকা শিরোনাম করেছে-  ‘বাংলাদেশের শ্রম আইন মামলায় নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস দোষী সাব্যস্ত’

আল জাজিরার শিরোনাম- ‘শ্রম আইন মামলায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশ’

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে- ‘বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস’

ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস্ অব ইন্ডিয়া তাদের শিরোনামে বলছে, ‘নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শ্রম আইনে দোষী সাব্যস্ত’

ইন্ডিয়া টুডে’র শিরোনাম- ‘নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত’