Can't found in the image content. তিতুমীরে বছরজুড়ে যতো আলোচিত ঘটনা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সালতামামি সরকারি তিতুমীর কলেজ

তিতুমীরে বছরজুড়ে যতো আলোচিত ঘটনা

সিয়াম মাহমুদ, তিতুমীর কলেজ প্রতিনিধি | আপডেট: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩

তিতুমীরে বছরজুড়ে যতো আলোচিত ঘটনা
চলে গেলো ২০২৩। বছরজুড়ে নানা ইস্যুতে খবরের শিরোনাম হয়েছে সরকারি তিতুমীর কলেজ। মদের বারে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা-ভাংচুর থেকে শুরু করে শিক্ষা সফরে গিয়ে হামলার শিকার, তোলপাড়ে খাবারের মানের চেয়ে দাম বৃদ্ধি ও তিতুমীর কলেজের ওয়েবসাইটে ভাষানটেক কলেজের নোটিশ সহ নানা কারণে আলোচনায় এসেছে সরকারি তিতুমীর কলেজ। তন্মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা তুলে ধরেছেন ক্যাম্পাস প্রতিবেদক সিয়াম মাহমুদ। 

ওয়েবসাইট দূর্বলতা: বাংলা বিভাগের নোটিশ বোর্ডে ঝুলছিলো ভাষানটেক সরকারি কলেজর একটি নোটিশ! শিক্ষার্থীদের অভিযোগ ছিলো কলেজের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় না। অনেক আগে কিছু তথ্য আপলোড করা হলেও সময়ের ব্যবধানে সেগুলো আপডেট করা হয়নি। ওয়েবসাইটে 'important order' বক্সেও হালনাগাদ হয়নি। পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে এলে ওয়েবসাইট হালনাগাদ করা হয়।

ডিজিটাল লেনদেন: সোনালী ব্যাংক -পিএলসি ও উপায়  এর সাথে অনলাইন পেমেন্ট সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে সরকারি তিতুমীর কলেজ। ৭ ই জুন সোনালী ব্যাংক ও ১২ জুন উপায় এর সাথে এ চুক্তি স্বাক্ষর সম্পাদিত হয়েছে। এসময় সোনালী ব্যাংক -পিএসসি’র পক্ষে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর জনাব মো: আফজাল করিম ও উপায় এর উপদেষ্টা ভুটানের সাবেক রাষ্ট্রদূত জনাব জিষ্ণু রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রাথমিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সেবা: তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিলো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। শাখা ছাত্রলীগের অফিসিয়াল আবেদনের পর বছরের শুরুর দিকে ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য  ১ ফেব্রুয়ারি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও ৩১ জুলাই ‘মানসিক স্বাস্থ্য সেবা সহায়তা কেন্দ্র’ চালু করেছে সরকারি তিতুমীর কলেজ প্রশাসন।  তিতুমীর কলেজ প্রশাসনের শিক্ষার্থী বান্ধব এ কার্যক্রম সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। শিক্ষার্থীদের এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। 

সিসি ক্যামেরার আওয়তায় ক্যাম্পাস: ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পুরো ক্যাম্পাস ও শহীদ আক্কাসুর আঁখি হলকে সিসি ক্যামেরার আওতায় এনেছে সরকারি তিতুমীর কলেজ প্রশাসন। 

একাধিক মন্ত্রীর আগমন: তেইশ সালে তিতুমীর ক্যাম্পাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২জন মন্ত্রী এসেছিলেন।  ৯ ফেব্রুয়ারি রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । এছাড়া ২৪ সেপ্টেম্বর) রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। 

তোলপাড়ে খাবারের দাম বৃদ্ধি, তীব্র প্রতিক্রিয়া: 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বেড়ে যায় সরকারি তিতুমীর কলেজের ‘তোলপাড় ক্যান্টিন’র খাবারের দামও। মুরগি-খিচুড়ি, ডিম-খিচুড়ি, দই-চিড়া থেকে শুরু করে প্রায় প্রতিটি খাবারের দাম বেড় যায় কয়েক গুণ। এতে করে চাপে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। 

সতিকসাসের ম্যাগাজিন উদ্বোধন:  মহান বিজয়ের ৫০ বছর উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি ‘সংযোগ’ নামক ম্যাগাজিন প্রকাশ করেছে। করোনার সময়ে তা প্রকাশ করতে না পারায়, এ বছরের ১২ ফেব্রুয়ারি ম্যাগাজিনটি উদ্বোধন করা হয়েছে। উক্ত ম্যাগাজিনে সরকারি তিতুমীর কলেজের প্রাক্তন শিক্ষার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান বানিজ্য মন্ত্রী মো: টিপু মুনসি (এমপি), বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াকিল উদ্দিন সহ গণমান্য ব্যাক্তিবর্গ তিতুমীর কলেজে তাদের স্মৃতিচারণ করেছেন।

বাংলাদেশ বেতারে সংবাদ উপস্থাপক: বাংলাদেশ বেতার -এর সংবাদ উপস্থাপক হিসেবে তালিকাভুক্ত হয়েছেন সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাবা সালমা বেগম (রত্না)। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ বেতারের বার্তা পরিচালক মোছা তানিয়া নাজনীন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

৪৩তম বিসিএসে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সাফল্য: 

গত ২৬ ডিসেম্বর ঘোষিত ৪৩তম বিসিএসে ফলাফলে এ শিক্ষা ক্যাডারে (মেধা-৪র্থ) সুপারিশ প্রাপ্ত হয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থী সুকুমার রাজবংশী ও তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিথী প্রধান। সুকুমার রাজবংশী কলেজের দর্শন বিভাগের ১০-১১ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং  বিথী প্রধান কলেজের ১৩-১৪ সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকরত ছিলেন। 

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান তিতুমীর কলেজ:

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিএফডিসির এটিএন বাংলার স্টুডিওতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট সামাজিক সুরক্ষায় সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘সর্বজনীন পেনশন স্কিম দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষায় সহায়ক হবে’ শীর্ষক ছায়া সংসদে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে সরকারি তিতুমীর কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়।

পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা: ক্যাম্পাসে বর্ষা মৌসুমে প্রায়শই চলাচলে অসুবিধা হতো, ছিলো না পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। বিষয়টি প্রশাসনের নজরে এলে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু ড্রেনেজ এর কাজ ধীর গতিতে চলায়, চলাচলে ভোগান্তি ও মশার উপদ্রব বেড়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।  

লিফট চালু: গতবছরের (২০২২)  ১৮ এপ্রিল সরকারি তিতুমীর কলেজে ১০ তলা বিশিষ্ট ২টি প্রসাশনিক ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। কিন্তু উদ্বোধনের ১৮ মাস পেরোনোর পর লিফট চালু হয়। ফলশ্রুতিতে এতোদিন শিক্ষার্থীদের ভবনে ওঠা-নামার কষ্ট লাগব হয়। 

নতুন ছাত্রী নিবাস চালু ও নিরাপত্তা বৃদ্ধি: গতবছরের (২০২২)  ১৮ এপ্রিল কলেজটির ২টি ভবন ও ২টি হল উদ্বোধন করা হলেও, ভবন ছাড়া হলগুলো চালু হয়নি। প্রায় ১বছর ৮ মাস পর এ বছরের নভেম্বরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস চালু করেছে প্রশাসন। বর্তমানে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস গেইটের ভেতরে দুটি ছাত্রীনিবাস। নতুন ছাত্রীনিবাস চালু হওয়াকে কেন্দ্র করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে পূর্বের দূর্বল দেয়ালটি ভেঙে নতুন সীমানা প্রাচীর নির্মাণ করেছে কলেজ প্রশাসন।  

চুরি ও চাকরিচ্যুত: তিতুমীরে ছাত্রাবাস চালুর আগেই মালামাল লুটপাট, চাকরিচ্যুত তিন কর্মচারী। সরকারি তিতুমীর কলেজে দশতলা বিশিষ্ট ছাত্রাবাস চালু হওয়ার আগেই ১০ লাখ টাকার মালামাল লুটপাট হয়েছে। হলের নির্মাণকাজ চলাকালীন সময়ে তিন বছর ধরে এই লুটপাট হয়েছে। এসব ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়ায় কলেজের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে কলেজ প্রশাসন। চাকরিচ্যুত তিন কর্মচারী হলেন আঁখি হলের টেকনিশিয়ান নূর ইসলাম, নিরাপত্তা প্রহরী লোকমান হোসেন ও আলাউদ্দিন। মালামাল চুরি ও দায়িত্ব অবহেলায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

শিক্ষা সফর বন্ধ ঘোষণা: শিক্ষা সফরে মারধরের শিকার হয়েছিলো তিতুমীরের ২০ শিক্ষার্থী। নারায়ণগঞ্জে শিক্ষা সফরে গিয়ে স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। হামলায় প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ১১ মার্চ বিকাল ৫টার দিকে সোনারগাঁও জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।

পরে শিক্ষা সফরে যাওয়া ৯০ শিক্ষার্থীকে শোকজ করার সিদ্ধান্ত নেয় কলেজ প্রশাসন। আহতদের শারীরিক অবস্থার উন্নতি হলে তাদের কাছে ব্যাখ্যা চায় কর্তৃপক্ষ। এছাড়া তাদের অভিভাবকদেরও কলেজে ডাকার সিদ্ধান্ত নিয়েছিলো কর্তৃপক্ষ। অনুমতি না নিয়ে এমন সফরের বিষয়ে শিক্ষার্থীরকে ভর্ৎসনা করেছে কলেজ প্রশাসন। পরবর্তীতে কলেজ প্রশাসনের অনুমতি ব্যাতীত শিক্ষা সফর বন্ধের ঘোষণা দেয়। 

টিউশনের টাকা জমিয়ে চায়ের দোকান:  টিউশনের টাকা জমিয়ে সরকারি তিতুমীর কলেজে অনার্স পড়ুয়া তিন শিক্ষার্থীর চায়ের দোকান, বছরের শেষ দিকে দেশজুড়ে আলোচনায় ছিলো। চা, সিঙ্গারা, নুডুলস, পাস্তাসহ আরও মুখরোচক খাবার পাওয়া যায় ‘Tea Time' দোকানটিতে। মানসম্মত খাবার হওয়ায় ক্যাম্পসের শিক্ষার্থীদের মাঝে বেশ সারা ফেলেছে তিনি শিক্ষার্থীর দোকানটি। 
 

ছাত্রসংগঠনসমূহ: 

বারে ছাত্রলীগ নেতাদের হামলা
বারে মদ পানের পর টাকা না দিয়ে উল্টো ভাঙচুরের ঘটনাটা ছিলো সবচেয়ে বেশি আলোচিত। ক্যাম্পাসের পার্শ্ববর্তী একটি বার থেকে কয়েক লাখ টাকা, শতাধিক মদের বোতল ও সেখানের প্রয়োজনীয় জিনিসপত্র লুটের অভিযোগে উঠে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে।  

২৩ সেপ্টেম্বর মধ্যরাতে মহাখালীর জাকারিয়া বারে এই ঘটনা ঘটে। এরপর এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে রাজধানীর বনানী মডেল থানায়। এ ঘটনায় জড়িত সবাই সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন এবং সাধারণ সম্পাদক জুয়েলের অনুসারী। 

এছাড়াও জামায়াতে ইসলামের নায়েবে আমির রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীর ইন্তেকালের পর শোক জানিয়ে ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আদর্শ বিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়ায় সারাদেশে নেতাকর্মীদের বহিষ্কার করে ছাত্রলীগ। কিন্তু খবরের শিরোনাম হওয়ার পরও তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের আদর্শবিরোধী এ কার্যক্রমের ব্যাপারে নিশ্চুপ ছিলো কেন্দ্রীয় ছাত্রলীগ ও শাখা ছাত্রলীগ। 

ছাত্র অধিকারের নেতাকে মারধর
সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ নেতাদের মারধরের শিকার হয়েছেন শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুমন। মারধরে তিনি বধির হয়ে যান। গত ২৯ মে ছাত্র নেতা নূর মোহাম্মদ সুমনকে মারধরের করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মারধরের ভিডিও মুঠোফোনে ধারণ করায় কলেজ ছাত্র অধিকার পরিষদের নারী সদস্য সুমাইয়া শারমিনকে আটকে রেখে ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ভিডিও ডিলিট করে তাকে ছেড়ে দেওয়া হয়।