জনপ্রিয় ৯এমএম পিস্তলের উদ্ভাবক অস্ট্রিয়ান প্রকৌশলী গ্যাস্টন গ্লক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গ্যাস্টনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে গ্লক কোম্পানি এক বিবৃতিতে বলেছে, এই কোম্পানি তার চেতনায় চলবে। গ্যাস্টনের আবিষ্কার করা এই হ্যান্ডগান পৃথিবী জুড়েই জনপ্রিয়। সশস্ত্র বাহিনী থেকে শুরু করে নিরাপত্তাকর্মীসহ সন্ত্রাসীরাও এই অস্ত্রটি ব্যবহার করে থাকে।
আমেরিকান পপ সংস্কৃতি ও হলিউড ব্লকবাস্টার সিনেমায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গ্লক হ্যান্ডগান। শুধু তাই নয়, বিভিন্ন বৈজ্ঞানিক-কল্পকাহিনী ও অ্যাকশন সিনেমায়ও জনপ্রিয় হয়েছে গ্যাস্টনের আবিষ্কার করা ৯এমএম পিস্তল।
গ্যাস্টন গ্লকের এই অস্ত্র আবিষ্কারের জনপ্রিয়তাই যে শুধু ছিল তা না। বিলিওনিয়ার হিসেবেও বেশ পরিচিত ছিলেন তিনি। এত খ্যাতি-পরিচিতি থাকা সত্ত্বেও জীবনের বেশিরভাগ সময় অস্ট্রিয়ায় তার লেকফ্রন্ট বাড়িতেই কাটিয়েছেন।
গ্যাস্টন গ্লক জনপ্রিয় হয়েও তেমন খবরের পাতায় থাকতেন না। তিনি আড়ালে থাকতেই পছন্দ করতেন। তবে খবরের কাগজে একেবারেই যে আসেননি তা না। ২০১২ সালে তার ব্যবসা সম্পর্কে বই প্রকাশ হলে তিনি সবার সামনে আসেন। আবার ২০১১ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে তার নাম খবরের কাগজে উঠে আসে। তাছাড়া ১৯৯০ দশকের শেষদিকে তাকে হত্যাচেষ্টা করায় খবরের শিরোনাম হয়েছিলেন তিনি।
১৯২৯ সালে গ্যাস্টন গ্লক জন্মগ্রহণ করেন। ভিয়েনার একটি কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। পরে অস্ট্রিয়ার রাজধানীর বাইরে ভোগ্যপণ্যের ব্যবসা শুরু করেন গ্যাস্টন।
১৯৮০-র দশকের গোড়ার দিকে তার ভোগ্যপণ্যের ব্যবসায় সামরিক সরঞ্জাম সরবরাহের শাখা খুলেন। সেসময় কিছু পিস্তলের আপডেট ভার্সন চায় অস্ট্রিয়ান সেনাবাহিনী।
আর তখনই হালকা ওজনের ৯ মিলিমিটার সেমিঅটোমেটিক হ্যান্ডগান ডিজাইন ও পেটেন্ট করেন। যা ১৮ রাউন্ড ফায়ার করতে পারে। তাছাড়া এটি সহজেই পুনরায় লোড করা যায়।