Can't found in the image content. সাংবাদিকদের ওপর হামলাকারীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সাংবাদিকদের ওপর হামলাকারীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩

সাংবাদিকদের ওপর হামলাকারীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের ছাড় দেয়া হবে না, তাদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে। 

২৮ অক্টোবর বিএনপির নেতা-কর্মীদের হামলায় আহত গণমাধ্যমকর্মীদের সাথে গণভবনে সাক্ষাতে তিনি এ হুঁশিয়ারি দেন। 

সরকার প্রধান আহত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং সেদিনের 'নির্মমতার' কথা শোনেন। তিনি বলেন, হামলাকারীদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কোন রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। পরাজয়ের ভয়ে ভোটে আসেনি বলেও মন্তব্য তার। 
শেখ হাসিনা বলেন, চোরাপথে আসতে পারবে না, সেকারণে ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি। আহত গণমাধ্যমকর্মীদের পাশে থাকার পাশাপাশি সব ধরণের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।