Can't found in the image content. কুয়াশা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪ |

EN

কুয়াশা

শিল্প ও সাহিত্য ডেস্ক | আপডেট: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩

কুয়াশা

ফাইল ফটো

কুয়াশা, আহা কষ্টের কুয়াশা,
কত দূরের পথ হেঁটে এত দিন পর এলে?
হৃদয়ের শিশির শুকিয়েছে বলে, পুড়ি আমি
সুখহীন সাম্রাজ্যের পরিত্যক্ত প্রেমের অনলে!

দলছুট কুয়াশা কর্পোরেট কাঁচের ভিতরে 
কয়েদীর মতো গুমোট কষ্টে গুমড়ে মরে!
পায় না স্থায়ী প্রেমের বিশ্বস্ত কামরা অথবা
বিশেষ কোনো স্থান একটি ব্যক্তিগত ঘরে!

প্রেম প্রত্যাশী রঙিন ঠোঁটগুলোর-
যাচ্ছেতাই হাতবদলে ভিড় বাড়ে শীতে শুধু
রূপের বাজারে! বিসর্জিত প্রেম কাঁপে থরথর 
পার্কে-সমুদ্র সৈকতে-রিসোর্টের কৃত্তিম আঁধারে!

কুয়াশা, আহা কষ্টের কুয়াশা ! এত পথ হেঁটে
তুমি কেন রিক্ত হৃদয়ে আবার কাছে এলে?
বুকে আজ দুঃখ-বালি, মনে শুষ্ক-মরু হাওয়া!
প্রেমহীন প্রাণে শিশির হয়ে দিবে কী সুধা ঢেলে?

কুয়াশা, আহা কষ্টের কুয়াশা!
কত পথ হেঁটে..শ্রান্তির ছায়া হয়ে..
এত দিন পর কেন আবার পৃথিবী কাঁপাতে এলে?
প্রেমহীন প্রাণে শিশির হয়ে দিলে দাও কিছু সুধা ঢেলে..

লেখক- ময়নুল ইসলাম