ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

গাজায় চড়া মূল্য দিচ্ছে ইসরায়েল: নেতানিয়াহু

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩

গাজায় চড়া মূল্য দিচ্ছে ইসরায়েল: নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হচ্ছে। রবিবার (২৪ ডিসেম্বর) তিনি এই মন্তব্য করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, শুক্রবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আরও  ১৪ সেনা নিহত হয়েছে। এর ফলে চলমান যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে।

নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সেনাদের সামনে  লড়াই চালিয়ে যাওয়া ছাড়া কোনও বিকল্প নেই। গাজায় খুব কঠিন লড়াইয়ের পর এটি একটি কঠিন সকাল। কিন্তু শেষ পর্যন্ত সেনারা পূর্ণ শক্তি নিয়ে লড়াই অব্যাহত রাখবে। তিনি বলেন, স্পষ্ট করে বলি, এটি হবে একটি দীর্ঘ যুদ্ধ।

ইসরায়েলি সেনাবাহিনী পরে জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত তারা ৮ হাজারের বেশি ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। রবিবার পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪২৪ জনে। আহত হয়েছেন আরও ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি।