Can't found in the image content. আবারও চোখ রাঙাচ্ছে করোনা, ডব্লিউএইচও’র সতর্কতা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

আবারও চোখ রাঙাচ্ছে করোনা, ডব্লিউএইচও’র সতর্কতা

স্বাস্থ্য ডেস্ক | আপডেট: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩

আবারও চোখ রাঙাচ্ছে করোনা, ডব্লিউএইচও’র সতর্কতা
বিশ্বের বিভিন্ন দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। গত এক মাসে বিশ্বজুড়ে করোনা সংক্রমণের শতকরা হার বেড়েছে ৫২ শতাংশ। করোনায় মৃত্যুর হারেও পরিলক্ষিত হচ্ছে ঊর্ধ্বগতি। গত ২৮ দিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েছে আট শতাংশ। শনিবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় বিশ্ব স্থাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, ‘করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে এই রোগে আক্রান্ত হয়েছেন ৭৭ কোটি ২০ লাখ মানুষ এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৭০ লাখ জনের। বেশ কয়েক মাস বিরতির পর নভেম্বর থেকে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ।’

ডব্লিউএইচও জানায়, নভেম্বরের ১৭ তারিখ থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত এক মাসে বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার মানুষ এবং তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ১ হাজার ৬০০ জন। গুরুতর অসুস্থদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। শতকরা হিসেবে এক মাসে বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েছে ৫২ শতাংশ।’

বিবৃতিতে ডব্লিউএইচও বলে, ‘মহামারির প্রথম পর্যায়ে করোনাভাইরাসে যে আতঙ্ক হয়ে দেখা দিয়েছিলো, এখন সেই অবস্থা নেই। জেএন ডট ওয়ান ভাইরাসটির প্রভাবে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর চাপ পড়বে— তেমন আশঙ্কাও আপাতত নেই। তারপরও অসুস্থতাজনিত ভোগান্তি এড়াতে বিশ্ববাসীকে এই ভাইরাসটি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।’ সূত্র: রয়টার্স, সিএনএন