আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে ভোট চেয়েছেন নৌকার এমপি প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়।
বেলা ১২টায় শহরের নোমানী ময়দান থেকে বিজয় শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে আবার নোমানী ময়দানে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।
সাকিব আল হাসান তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে মাগুরার দুটি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।