Can't found in the image content. ইসিতে চলছে নির্বাচনে প্রতীক বরাদ্দ, শুরু হবে প্রচারণা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ইসিতে চলছে নির্বাচনে প্রতীক বরাদ্দ, শুরু হবে প্রচারণা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩

ইসিতে চলছে নির্বাচনে প্রতীক বরাদ্দ, শুরু হবে প্রচারণা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ চলছে। নিজ নিজ জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিচ্ছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। অর্থাৎ, আজ থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। 

যদিও প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আজ থেকে শুরু হওয়া এ প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। 

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনের মনোননয়পত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার শরীকদের ছাড় দিয়ে আওয়ামী লীগ ৩২ আসন থেকে  মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী ১ হাজার ৮৯৬ জন। আর নির্বাচনে অংশ নিচ্ছে ২৭টি দল।