Can't found in the image content. কালিয়ায় ১০ ইউপিতেই স্বতন্ত্রের জয়, নৌকা দুই | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

কালিয়ায় ১০ ইউপিতেই স্বতন্ত্রের জয়, নৌকা দুই

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, নভেম্বর ২৯, ২০২১

কালিয়ায় ১০ ইউপিতেই স্বতন্ত্রের জয়, নৌকা দুই

নড়াইলের কালিয়া উপজেলার ১২ ইউনিয়নের ১০টিতে স্বতন্ত্র এবং ২টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন।


রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তু ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


নির্বাচিত হলেন- বাবরা-হাচলা ইউনিয়নে মো. মোজাম্মেল হোসেন পিকুল (স্বতন্ত্র), চাচুড়ী ইউনিয়নে মেলজার হোসেন ভূঁইয়া (স্বতন্ত্র), পুরুলিয়া ইউনিয়নে আমিনুল ইসলাম মনি (স্বতন্ত্র), সালামাবাদ ইউনিয়নে মাহবুবুর মোল্যা (স্বতন্ত্র), ইলিয়াচাবাদ ইউনিয়নে মল্লিক মানিরুল ইসলাম (স্বতন্ত্র), কলাবাড়ীয়া ইউনিয়নে মাহমুদুল হাসান কায়েস (স্বতন্ত্র), বাঐশোনা ইউনিয়নে মো. চুন্নু শেখ (স্বতন্ত্র), পহরডাঙ্গঅ ইউনিয়নে মল্লিক মাহামুদুল ইসলাম (স্বতন্ত্র), জয়নগর ইউনিয়নে কাজী আইয়ুব হোসেন (স্বতন্ত্র), খাশিয়াল ইউনিয়নে বিএম বরকত উল্লাহ (স্বতন্ত্র), মাউলী ইউনিয়নে রোজী হক (নৌকা) হামিদপুর ইউনিয়নে পলি বেগম (নৌকা)