Can't found in the image content. ৬ শতাধিক পুলিশকে বদলি ও পদায়নে সম্মতি দিলো ইসি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫ |

EN

৬ শতাধিক পুলিশকে বদলি ও পদায়নে সম্মতি দিলো ইসি

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩

৬ শতাধিক পুলিশকে বদলি ও পদায়নে সম্মতি দিলো ইসি
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশ পরিদর্শকসহ বাহিনীর ৬৩৬ জন সদস্যকে বদলি করা ও পদায়নের প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এই সম্মতির বিষয়টি জানানো হয়।

চিঠিতে জানানো হয়, মোট ৬৩৬ পুলিশ সদস্য বদলির অনুমোদন দিয়েছে ইসি। এরমধ্যে ১৪ জন পুলিশ পরিদর্শক, একজন সার্জেন্ট, এসআই ও এএসআই সহ মোট ১০৫ জন পুলিশ কর্মকর্তা এবং ৫৩১ জন নায়েক ও পুলিশ কনস্টেবলকে বদলি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায়, মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে ধারাবাহিকভাবে বদলি করা হচ্ছে।