ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

শরীকদের ৭ আসন ছেড়ে দিলো আওয়ামী লীগ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩

শরীকদের ৭ আসন ছেড়ে দিলো আওয়ামী লীগ
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরীকদের ৭ আসন ছেড়ে দিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ১৪ দলের শরীক তিন দলের জন্য ৭টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ, এর মধ্যে ওয়ার্কার্স পার্টি এবং জাসদকে ৩টি করে এবং জাতীয় পার্টিকে (মঞ্জু) ১টি আসন ছেড়ে দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য জানিয়েছেন।  

এই সাতটি আসনে ১৪ দলের শরীকরা নৌকা প্রতীকে নির্বাচন করবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবার নির্বাচন করবে বরিশাল ৩ থেকে।

এছাড়া রাজশাহী-২ ফজলে হোসেন বাদশা এবং অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ নির্বাচনে অংশ নিবেন সাতক্ষীরা-১ আসন থেকে। আর কুষ্টিয়া ২ থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, লক্ষীপুর-৪, মোশারফ হোসেন এবং বগুড়া-৪ রেজাউল করিম তানসেন নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিবেন। এছাড়া জেপির আনোয়ার হোসেন মঞ্জু ১৪ দলের প্রার্থী পিরোজপুর-২ থেকে। তবে তরিকত ফেডারশন কিংবা ১৪ অন্য  শরীক দলগুলোকে আর কোনো আসন ছেড়ে দেয়া হবে কিনা তা সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয় নি বলেও জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।