Can't found in the image content. শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

মংক্যচিং মারমা, ইবি ক্যাম্পাস প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩

শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ এ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিবের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আদনান, সাংগঠনিক সম্পাদক সোহান সিদ্দিকী, দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির রিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা নওশীন তিতলী, কার্যনির্বাহী সদস্য সামি, যায়িদ, মোস্তাক মোর্শেদ ও মং সহ অন্যান্য সদস্যরা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদের স্মরণে একমিনিট নিরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়।