Can't found in the image content. মাইকিং করে পেঁয়াজ বিক্রি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মাইকিং করে পেঁয়াজ বিক্রি

অর্থ ও বানিজ্য ডেস্ক | আপডেট: রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩

মাইকিং করে পেঁয়াজ বিক্রি
রাজধানীর কারওয়ান বাজার ও শ্যামবাজারে মাইকিং করে পেয়াজ বিক্রি করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এসময় ১০৫ টাকা দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হয়। পেঁয়াজের কেজি ১৬৫ টাকা বিক্রি করায় শ্যামবাজারের একজন পাইকারী বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে হওয়া এই অভিযানের নেতৃত্বদেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল।

ভারত পেয়াজ আমদানী আগামী ৩১ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা দেওয়া দেশের অসাধু ব্যবসায়ীরা প্রতি কেজি ইন্ডিয়ান পেঁয়াজ ১৬৫ থেকে ১৮০ টাকা পর্যন্ত বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে ভোক্তা অধিকার। অভিযানের শুরুতে রাজধানীর কারওয়ান বাজারের একজন ব্যবসায়ী পাইকারী ১০৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে। এসময় মাইকিং করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার পেঁয়াজ বিক্রি করা হয়।

অভিযানের একপর্যায়ে ম্যাজিস্ট্রেট শ্যামবাজারের একটি পাইকারী দোকানে অভিযান চলান। এসময় ক্রয় করা রশিদ না থাকায় একজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এদিকে কারওয়ানবাজারে ভোক্তা অধিকারের অভিযান শেষে আবারও প্রতি পাল্টা (৫ কেজি) পেঁয়াজে ১০০০ হাজার টাকা করে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা।