ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

‘পদ্মা সেতুর দুর্নীতির নামে মিথ্যাচারকারীরা দুদকে এখনও সক্রিয়’

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

‘পদ্মা সেতুর দুর্নীতির নামে মিথ্যাচারকারীরা দুদকে এখনও সক্রিয়’
পদ্মা সেতুর দুর্নীতির নামে মিথ্যাচারকারীরা দুদকে এখনও সক্রিয়, তাদের বিষয়ে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, দুর্নীতিবাজরা যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনতে হবে।

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। 

রাষ্ট্রপ্রধান বলেন, দুদককে আইন মেনে কাজ করতে হবে। এজাহার হলেই চার্জশিট দিতে হবে, দুদকের একজন চেয়ারম্যানের এমন সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি। 

রাষ্ট্রপতি মনে করেন, দুর্নীতিবাজদের ধরতে কমিশনই যথেষ্ট নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে কৌশলী ও আন্তরিক হতে আহ্বানও জানান রাষ্ট্রপতি। 

দুদকের কোনো ভুল পদক্ষেপে কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেজন্য প্রতিষ্ঠানটিকে নৈতিকতা মেনে চলার পরামর্শ দেন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেই চলমান ও বাস্তবায়নে থাকা মেগা প্রকল্প নিয়ে কোনো অভিযোগ আসেনি বলেও মনে করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।