ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের খবরে আবারও অস্থিরতা পেঁয়াজের বাজারে। গতকাল থেকে দফায় দফায় দাম বেড়ে দেশি পেঁয়াজের বর্তমান বাজার দর ২৪০ টাকা কেজি।
কেবল একদিনের ব্যবধানেই কেজিপ্রতি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১২০ টাকা। আর ৯০ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজের দাম ২০০ টাকা।
শনিবার (৯ ডিসেম্বর) কারওয়ানবাজার ঘুরে এ দৃশ্য দেখা যায়।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, বিকাল নাগাদ দাম আরও বাড়বে।
রাতারাতি এমন আকাশচুম্বী দাম বৃদ্ধিতে দিশেহারা সাধারণ ক্রেতারা। বাজারে এসে অনেকেই পেঁয়াজ না কিনে ফিরে যাচ্ছেন। আবার কেউ কেউ বাধ্য হচ্ছেন বেশি দামে কিনতে।
এদিকে, পেঁয়াজের বাজারে অস্থিরতা রোধে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।