Can't found in the image content. যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলা, নিহত চার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলা, নিহত চার

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলা, নিহত চার
যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নেভেদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন। 

লাসভেগাস পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে বুধবার (৬ ডিসেম্বর) ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।  

কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানাতে পারেনি। সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়। 

ভিনসেন্ট পেরেজ স্কুলের একজন অধ্যাপক জানান, ক্যাম্পাসে তিনি প্রচুর গুলির শব্দ শুনেছেন। বিশ্ববিদ্যালয় পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া ব্রিফিংয়ে বলেছেন, ক্যাম্পাসে একজন শুটারের খবর পাওয়ার পর নিরাপত্তাকর্মীরা অভিযান শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের কাছে আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। এ বছর যুক্তরাষ্ট্রে ছয়শোটিরও বেশি গুলির ঘটনা ঘটেছে।