Can't found in the image content. ওসিদের রদবদলের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জানুয়ারী ১১, ২০২৫ |

EN

ওসিদের রদবদলের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩

ওসিদের রদবদলের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচন প্রভাবিত হতে পারে, এ কারণেই সব থানার ওসিদের রদবদলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে 'মুজিব একটি জাতির রূপকার' চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, বিএনপি-জামায়াত অবরোধ-হরতাল কর্মসূচির নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে। তাদের ধরতে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান আসাদুজ্জামান খান। 

নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি নাশকতা ও অগ্নিসংযোগ করছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, নাশকতাকারীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনে যেতে ভয় পায় বিএনপি।