ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

গরুর চর্বিতে রং মিশিয়ে বিক্রি হচ্ছিল মাংস হিসেবে!

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

গরুর চর্বিতে রং মিশিয়ে বিক্রি হচ্ছিল মাংস হিসেবে!
সিরাজগঞ্জে গরুর মাংসের সাদা চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে শহরের মিরপুর ওয়াপদা ও সদর উপজেলার কড্ডার মোড় নামক স্থানে মাংসের দোকানে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ ।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, মিরপুর ওয়াপদা এলাকার জুলমত আলী ও কড্ডার মোড় এলাকার রেজাউল করিম।  

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, উল্লিখিত দোকানে মাংসের সাদা চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি করে গ্রাহকদের প্রতারণা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। এ অপরাধে উভয় মাংসের দোকানকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।