শুক্রবার (১ ডিসেম্বর) রাত ১০টায় সজীব ওয়াজেদের উত্তর ও স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে জানা যাবে লেট’স টক অনুষ্ঠানের ৫১তম আয়োজনে। 'ডিজিটাল বাংলাদেশ' ও 'স্মার্ট বাংলাদেশ'-এর মধ্যে সরকার পরিচালনায় কী ধরনের পার্থক্য থাকবে, দেশের তথ্যপ্রযুক্তি অঙ্গনে একটি উন্নত দেশের সমপর্যায়ে নিয়ে যাওয়ার পরবর্তী দৃষ্টিভঙ্গি সম্পর্কে তরুণরা জানতে চান তাঁর কাছে।
এছাড়া প্রযুক্তিচালিত পণ্য আমদানি, কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক এবং আওয়ামী লীগ দেশকে কীভাবে পরিচালিত করবে এমন সব প্রশ্ন উত্থাপন করেন তরুণরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সিআরআই প্রধান সজীব ওয়াজেদের সঙ্গে পেশাগত কাজের সুযোগ এবং মৌলবাদের হুমকি থেকে শুরু করে ভবিষ্যত চ্যালেঞ্জ এবং চাকরির বাজার সম্পর্কে দৃষ্টিভঙ্গি- অনেক বিষয়ে কথা বলার সুযোগ পান। এই প্রাণবন্ত আলাপ-আলোচনায় তারা ‘স্মার্ট বাংলাদেশ’- এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কেও অন্তর্দৃষ্টি লাভ করে।
দেশের নীতি নির্ধারকদের সঙ্গে তরুণদের সেতুবন্ধন গড়ে দিতে ২০১৪ সাল থেকে ইয়াং বাংলা ‘লেটস টক’ শিরোনামে এ আয়োজন করছে। ৫১ তম আয়োজনটি বিভিন্ন গণমাধ্যম প্রচার করা হবে।