ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

২০ আগস্ট পবিত্র আশুরা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১

২০ আগস্ট পবিত্র আশুরা

আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আশুরা পালিত হবে। আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

 

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৩ হিজরি সালের মুহররম মাসের চাঁদ দেখা যায়নি।

 

কারণে আগামীকাল ১০ আগস্ট মঙ্গলবার পবিত্র জিলহজ্জ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী  ১১ আগস্ট  বুধবার থেকে মুহররম মাস গণনা করা হবে।

 

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

 

সভায় ১৪৪৩ হিজরি সালের মুহররম মাসের চাঁদ দেখার বিষয়ে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।