ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

'নির্বাচনে জোরাজুরি করলে পরিস্থিতি খারাপ হবে' : স্বতন্ত্রপ্রার্থী সোহরাব

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

'নির্বাচনে জোরাজুরি করলে পরিস্থিতি খারাপ হবে' : স্বতন্ত্রপ্রার্থী সোহরাব
সাবেক সাংসদ মেজর  আকতারুজ্জামান রঞ্জন 'রহস্যময়প্রার্থী' বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. সোহরাব উদ্দিন।

বুধবার (২৯শে নভেম্বর) রাতে পাকুন্দিয়ায় তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক সংসদ সোহরাব উদ্দিন এ মন্তব্য করেন।

তিনি বলেন, রঞ্জন সাহেব একজন রহস্যময় প্রার্থী। এই আসনে যাকে নৌকার প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি নৌকা মার্কার অযোগ্য। এখানে আগেও পুলিশের আইজিপি নূর মোহাম্মদকে মনোনয়ন দেওয়া হয়েছিল, এমপি হয়ে তিনি জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারেনি।

তিনি আরও বলেন, এবারও এই আসনে সাবেক ডিআইজিকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। দুজনেই পুলিশ সুতরাং তারা জনগণের আশা পূরণ করতে পারবে বলে আমার মনে হয় না। পুলিশের কোন নৈতিকতা নেই। 

এছাড়াও, নির্বাচনে জোরাজুরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন স্বতন্ত্রপ্রার্থী এডভোকেট সোহরাব উদ্দিন।