Can't found in the image content. আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জানুয়ারী ২৮, ২০২৫ |

EN

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ

প্রবাস ডেস্ক | আপডেট: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা- আইএমওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। ২৭ নভেম্বর লন্ডনে আইএমওর ৩৩তম অধিবেশনে তিনি  প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে ১৫০ ভোটে নির্বাচিত হন।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় বাংলাদেশ প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের পদে নির্বাচিত হয়েছে। সৌদি আরবের প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ এই সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা জাতিসংঘের বিশেষ একটি সংস্থা। বিশ্বের ১৭৫ দেশ এই সংস্থার সদস্য। বিশ্বব্যাপী নিরাপদ সমুদ্রপথের নিয়ম-নীতি ঠিক রাখতে এই সংস্থা কাজ করে থাকে।