ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ইসরায়েলি বোমা হামলায় গাজায় একই পরিবারের ৫২ জন নিহত

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩

ইসরায়েলি বোমা হামলায় গাজায় একই পরিবারের ৫২ জন নিহত
গাজায় ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের অর্ধশতাধিক সদস্যের প্রাণ গেছে। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী এমনটি জানিয়েছেন।

বৃহস্পতিবার থেকে কার্যকর হতে পারে এমন একটি যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছার পরও ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বুধবার লন্ডন সফরে গিয়ে বলেছেন, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে এক পরিবারের ৫২ জন সদস্য নিহত হয়েছেন।

তিনি বলেন, শুধু আজ সকালেই জাবালিয়ায় কাদুরা পরিবারের ৫২ জন একেবারে শেষ হয়ে গেছেন, মারা গেছেন।

তিনি বলেন, ৫২ জনের তালিকা আমার কাছে আছে। দাদার প্রজন্ম থেকে নাতি, পুরোপুরি শেষ করে দিয়েছে।  

দক্ষিণ গাজা থেকে আল জাজিরার তারেক আবু আজুম জানান, বুধবার ভারী হামলা অব্যাহত ছিল।

ইসরায়েলি হামলায় খান ইউনিসের একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হওয়ার পর তিনি বলেন, এসব এলাকাকে উত্তরাঞ্চল  থেকে পালিয়ে যাওয়ার জন্য ‘নিরাপদ স্থান’ হিসেবে বিবেচনা করা হয়।

কিন্তু এসব এলাকাতেও একই মাত্রায় ইসরায়েলি বোমা হামলা হচ্ছে, বলেন তিনি।