ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

‘ভালোভাবে পরিচয় না দেওয়ায়’ দুই সাংবাদিককে আটক করল ডিবি

হবিগঞ্জ প্রতিনিধি | আপডেট: রবিবার, নভেম্বর ১৯, ২০২৩

‘ভালোভাবে পরিচয় না দেওয়ায়’ দুই সাংবাদিককে আটক করল ডিবি
পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক সাংবাদিকরা হলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী ও এস এ টিভির প্রতিনিধি আব্দর রউফ সেলিম। 

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা বিএনপির একটি মশাল মিছিল বের করে। এ সময় খবর সংগ্রহ করতে শহরের পোদ্দার বাড়ি এলাকায় যান আটক দুই সাংবাদিকসহ আরও কয়েকজন। মিছিলের ছবি তোলার সময় ডিবির এক সদস্য তাদের মানা করেন। এ সময় তারা পরিচয় দিলেও তাদেরকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে গোয়েন্দা অফিসে নিয়ে যান।

আটক সাংবাদিকরা জানান, ‘সাদা পোশাকধারী এসআই রিয়াজের নেতৃত্বে আমাদের আটক করা হয়। সাংবাদিক পরিচয় দেয়া সত্ত্বেও উনার আচরণ ছিল আরও মারমুখী।’

এ ব্যাপারে হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, ‘বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে। ডিবিকে ওই দুই সাংবাদিক ভালোভাবে পরিচয় দেননি। তাদেরকে অবিলম্বে ছেড়ে দেয়ার জন্য বলেছি।