পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক সাংবাদিকরা হলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী ও এস এ টিভির প্রতিনিধি আব্দর রউফ সেলিম।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা বিএনপির একটি মশাল মিছিল বের করে। এ সময় খবর সংগ্রহ করতে শহরের পোদ্দার বাড়ি এলাকায় যান আটক দুই সাংবাদিকসহ আরও কয়েকজন। মিছিলের ছবি তোলার সময় ডিবির এক সদস্য তাদের মানা করেন। এ সময় তারা পরিচয় দিলেও তাদেরকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে গোয়েন্দা অফিসে নিয়ে যান।
আটক সাংবাদিকরা জানান, ‘সাদা পোশাকধারী এসআই রিয়াজের নেতৃত্বে আমাদের আটক করা হয়। সাংবাদিক পরিচয় দেয়া সত্ত্বেও উনার আচরণ ছিল আরও মারমুখী।’
এ ব্যাপারে হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, ‘বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে। ডিবিকে ওই দুই সাংবাদিক ভালোভাবে পরিচয় দেননি। তাদেরকে অবিলম্বে ছেড়ে দেয়ার জন্য বলেছি।