নির্বাচন মানেই যেনো পরীক্ষা। আর এই পরীক্ষার প্রস্তুতি অনুসারেই তৈরি হয় ফলাফল। তেমনি ভাবে অপেক্ষা আর উৎসাহের মধ্য থেকে খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনের ব্যালটে ভাগ্য নির্ধারণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সমিতির কার্যালয়ে সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিপুল উৎসব উদ্দীপনার ও অপেক্ষার মধ্য দিয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট সম্পন্ন হয়েছে।
খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির ৭ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০ জন। সমিতির মোট ভোটার ১৬৫ জন। কাঠ ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২৩ এর ভোটে কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে জনাব হাজী মোঃ কাশেম (চেয়ার), সাধারণ সম্পাদক মনির আহম্মদ (গোলাপ ফুল), সহ-সভাপতি পদে দীন মোহাম্মদ (বটগাছ),সহ-সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন (চশমা), দপ্তর সম্পাদক মো: নূর নবী ও কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা বিপুল ভোটে নির্বাচিত হন।
এছাড়া ৩ জন নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- রফিক উদ্দিন সিদ্দিকী (কলসি),পংকজ বড়ুয়া (বাঘ),হাজী খোরশেদ আলম কোং (মোবাইল ফোন) ভোট পেয়ে নির্বাচিত হন।
খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলার সমবায় অফিসার মোহাম্মদ জহির উদ্দিন সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে বিজয়ীরা জানান সকলের ভালোবাসা ও ভোটে আমরা বিজয়ী হয়েছি। এই বিজয় উৎস্বর্গ আপনাদের ঘিরেই। আমাদের কে আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী করার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা চেষ্টা করবো স্ব-স্ব অবস্থান থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার।