ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

‘আল শিফা হাসপাতালে লুকোনোর কিছু নেই’

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০২৩

‘আল শিফা হাসপাতালে লুকোনোর কিছু নেই’
গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে যা চলছে তা বিশ্ববাসী থেকে লুকোনোর কিছু নেই বলে মন্তব্য করেছেন সেখানকার স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা।

বুধবার (১৫ নভেম্বর) আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

কুদরা বলেছেন, আল শিফায় এখন শুধুমাত্র রোগী, চিকিৎসক ও বাস্তুচ্যুত মানুষগুলো অবস্থান করছেন। আমাদের ভয় পাওয়ার বা লুকানোর কিছু।

বুধবার স্থানীয় সময় ভোরে তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের এ উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে যা বিশ্ববাসী জানে, দেখছে। এখানে লুকোনোর মতো কিছু নেই।

হাসপাতালটি ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার দিয়ে বেষ্টিত। কয়েক ডজন ইসরায়েলি সৈন্য হাসপাতালের জরুরি বিভাগের ভবনে প্রবেশ করেছে।

আল শিফার চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে ৬৫০ রোগী অবস্থান করছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত পাঁচ থেকে ৭ হাজার বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক হাসপাতালের মাঠে অবস্থান করছেন। তারা সবাই ইসরায়েলি স্নাইপার ও ড্রোনের অবিরাম গুলির মুখোমুখি হচ্ছেন।