Can't found in the image content. ‘লিভার সিরোসিস’ আক্রান্ত বেগম জিয়ার অবস্থার অবনতি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

‘লিভার সিরোসিস’ আক্রান্ত বেগম জিয়ার অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, নভেম্বর ২৬, ২০২১

‘লিভার সিরোসিস’ আক্রান্ত বেগম জিয়ার অবস্থার অবনতি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তিনি গতকাল অচেতন হয়ে পড়েছিলেন। এরপর আবার তার জ্ঞান ফিরে আসে। অনুসন্ধানে জানা গেছে, এখন তার মুখ পায়ুপথ দিয়ে রক্তক্ষরণ হয়। এটি লিভার সিরোসিস এর একটি খারাপ লক্ষণ। চিকিৎসকদের ভাষায় মেলিনা (পায়ুপথ দিয়ে রক্তক্ষরণ) হেমাটেমেসিস (মুখ দিয়ে রক্তক্ষরণ) বলে। এই অবস্থায় বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া অসম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা।

 

বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতির হওয়ায় এভারকেয়ার হাসপাতালে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেগম জিয়ার নিরাপত্তা তার শারীরিক অবস্থার বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেয় হাসপাতাল প্রশাসন।

 

উল্লেখ্য, বেগম লিভার জটিলতা, ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত ১২ অক্টোবর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৬ দিন পর নভেম্বর তার অবস্থার উন্নতি হলে তিনি তার গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে আসেন। পরে ১৩ নভেম্বর বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।