Can't found in the image content. যুদ্ধবিরতি ছাড়া জিম্মি মুক্তির সম্ভাবনা নাকচ হামাসের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

যুদ্ধবিরতি ছাড়া জিম্মি মুক্তির সম্ভাবনা নাকচ হামাসের

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩

যুদ্ধবিরতি ছাড়া জিম্মি মুক্তির সম্ভাবনা নাকচ হামাসের
ফিলিস্তিনের গাজায় ত্রিমুখী হামলা ও পশ্চিম তীরে সেনা অভিযানে নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। জিম্মি মুক্তির উদ্দেশ্যে গাজায় তিন দিনের মানবিক বিরতি আদায়ে এবার মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র মহাপরিচালক। তবে, বন্দিবিনিময় ছাড়া জিম্মি মুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে হামাস।

বুধবার (৮ নভেম্বর) টানা ৩৩তম দিনের মতো গাজার জাবালিয়া, খান ইউনিস, সাবরাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করে ইসরাইলি বাহিনী।

স্থানীয় সংবাদ সংস্থা-ওয়াফা জানিয়েছে, এতে শুধু উত্তরাঞ্চলীয় জাবালিয়াতেই অন্তত ৩০ জন নিহত হয়েছে। এদিন ২৪ ঘণ্টায় অন্তত ৬৫ জনের মৃত্যু ও শতাধিক আহত ফিলিস্তিনিকে চিকিৎসা দেয়ার তথ্য নিশ্চিত করেছে অব্যাহত হামলার হুমকিতে থাকা ইন্দোনেশিয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। 

এদিন, পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির ছাড়াও একাধিক এলাকায় কমপক্ষে ৭০টি সাজোয়া যান ও হেলিকপ্টার গানশিপ নিয়ে হামলা চালায় ইসরাইলি সেনারা। স্বাধীনতাকামীদের পাল্টা প্রতিরোধে সংঘর্ষ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। 

এদিকে, গাজার ভেতরে স্থল অভিযানে হামাসের একশ' ৩০টি টানেল ধ্বংসের তথ্য ও ভিডিও প্রকাশ করে ইসরাইলের সেনা সদর দাবি করেছে উত্তর গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস। আর দখলদার ইসরাইলি সেনাদের সাজোয়া যান ধ্বংস করে অলিগলিতে হামাস যোদ্ধাদের প্রতিরোধ তৎপরতার ভিডিও প্রকাশ করা হয়েছে।

এদিকে, ১০ থেকে ১৫ জন জিম্মিকে মুক্ত করতে গাজায় তিনদিনের মানবিক বিরতিতে ইসরাইল ও হামাসকে রাজি করাতে মধ্যপ্রাচ্যে ম্যারাথন বৈঠকে নেমেছেন সিআইএস মহাপরিচালক বিল বার্নস। ইসরাইল, মিসরের পর কাতারে গেছেন তিনি।