Can't found in the image content. রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ আজ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ আজ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ আজ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বধীন নির্বাচন কমিশন (ইসি)। দুপুর ১২টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। 

এর আগে বুধবার (৮ নভেম্বর) নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে জানিয়েছেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। 

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি সচিব সাংবাদিকদের জানান, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে কমিশন। তিনি চাইলে কোনো পরামর্শ দিতে পারেন। তবে তফসিল ঘোষণার চূড়ান্ত তারিখ এখনও ঠিক হয়নি। কমিশন সভায় এটা ঠিক করা হবে।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে মনোনয়ন ফরমসহ অন্যান্য সামগ্রী পাঠানো হচ্ছে। নির্বাচনের পরিবেশও ভালো রয়েছে বলে দাবি ইসি সচিবের। এদিকে, নির্বাচন পর্যবেক্ষণের জন্য তিনটি আন্তর্জাতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং যুক্তরাষ্টের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট- এনডিআই বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান ইসির এই কর্মকর্তা।