ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

`কূটনীতিকদের তৎপরতাকে ভালো চোখে দেখছে না সরকার`

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩

`কূটনীতিকদের তৎপরতাকে ভালো চোখে দেখছে না সরকার`
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নির্বাচনের আগে কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তৎপরতাকে ভালো চোখে দেখছে না সরকার। 

বুধবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে বিদেশিদের কথা বলা দীর্ঘদিন থেকে হয়ে আসলেও সরকার এখনও এ বিষয়ে উদার; তবে এ সংস্কৃতি পরিবর্তনের সময় এসেছে। 

জেনেভায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভায় মানবাধিকার রক্ষায় বাংলাদেশের উদ্যোগ তুলে ধরা হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বেসরকারি সংস্থা অধিকারের কোনো তথ্য-উপাত্তকে আমলে নেবে না সরকার। 
টাইমস ম্যাগাজিনে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কভার স্টোরি প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রীর সংগ্রামের গল্পকে ইতিবাচক হিসেবেই দেখছে সরকার। তবে, যেসব সমালোচনা করা হয়েছে, তা ভুল তথ্যের ভিত্তিতে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।