বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি তিতুমীর কলেজ শাখার চারটি ডিপার্টমেন্টের শাখা কমিটি গঠন করা হয়েছে। কলেজটির গণিত, পদার্থবিজ্ঞান, মনোবিজ্ঞান ও ভূগোল ও পরিবেশ বিভাগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ ৬ই নভেম্বর(সোমবার) তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণিত বিভাগ: বিভাগটির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারাফাত হোসাইন সিফাতকে সভাপতি ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিসাদ আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে ১৫ সদস্যের আংশিক কমিটি করা হয়েছে।
পদার্থ বিজ্ঞান: বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত সরকারকে সভাপতি ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মেহেদী হাসান মারুফকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মনোবিজ্ঞান বিজ্ঞান : বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনামুল হাসান নাহিদকে সভাপতি ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারাবি ইমরানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি করা হয়েছে।
ভূগোল ও পরিবেশ বিভাগ ২০২৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হককে সভাপতি ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিয়া আক্তার ভাবনাকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম বৃদ্ধি করতে শীগ্রই বাকি ডিপার্টমেন্ট শাখা ও হল শাখার কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব সরদার।