Can't found in the image content. লাইভে উপস্থাপককে গুলি করে হত্যা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

লাইভে উপস্থাপককে গুলি করে হত্যা

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩

লাইভে উপস্থাপককে গুলি করে হত্যা
লাইভে থাকা উপস্থাপককে গুলি করে হত্যা। এমনই একটি ঘটনা ঘটেছে ফিলিপাইনে। হত্যার শিকার ওই ব্যক্তির নাম জুয়ান জুমালোন। বিবিসি বলছে, স্থানীয় সময় রোববার সকালে ফেসবুকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে ছিলেন। লাইভে থাকাকালীন সন্দেহভাজন হত্যাকারী তার রেকর্ডিং বুথে প্রবেশ করে গুলি করে। 

ক্যালাম্বা পৌরসভার পুলিশ প্রধান ক্যাপ্টেন দেওরে রাগোনিও বলেছেন, ভিকটিম দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওতে তার বাড়িতে অবস্থিত স্টুডিওতে ছিলেন যখন একজন বন্দুকধারী তাকে মাথায় গুলি করে। 

গুলিবিদ্ধ হওয়ার পর জনিকে তার স্ত্রী দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জনির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, জনির বাড়ির আশপাশে থাকা বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ থেকে হত্যাকারীকে সনাক্তের কাজ চলছে।