ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

হঠাৎ দেশব্যাপী ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ৬, ২০২৩

হঠাৎ দেশব্যাপী ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন
গত ২৮ অক্টোবরের পর থেকে রাজনৈতিক পটভূমিতে এসেছে পরিবর্তন। বিএনপির ডাকে চলছে অবরোধ কর্মসূচি। এনিয়ে রাজপথ বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হঠাৎ ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। সোমবার চলছে দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় ও শেষ দিন। এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।   

গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা।