গত ২৮ অক্টোবরের পর থেকে রাজনৈতিক পটভূমিতে এসেছে পরিবর্তন। বিএনপির ডাকে চলছে অবরোধ কর্মসূচি। এনিয়ে রাজপথ বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হঠাৎ ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। সোমবার চলছে দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় ও শেষ দিন। এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।
গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা।