Can't found in the image content. নির্বাচন বানচাল হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

নির্বাচন বানচাল হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, নভেম্বর ৪, ২০২৩

নির্বাচন বানচাল হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী
অবরোধ ও অগ্নি-সন্ত্রাস করে কেউ যাতে পার না পায় সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী নির্বাচন বানচালের উদ্দেশ্যেই অগ্নি-সন্ত্রাস করছে বিএনপি-জামায়াত।

জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, দুষ্কৃতিকারীদের লাফালাফিতে নির্বাচন বানচাল হতে দেয়া হবে না। মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচন করলে ক্ষমতায় আসতে পারবে না জেনেই তারা অগ্নি-সন্ত্রাস করছে। নির্বাচন করলে তাদের নেতা কে, কাকে নিয়ে মন্ত্রিসভা গঠন করবে আবারো প্রশ্ন রাখেন তিনি? 

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে, কেউ যাতে তা ব্যাহত করতে না পারে- তা খেয়াল রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। দেশে পর্যাপ্ত পণ্য থাকা সত্ত্বেও জনগণের পকেট কারা কাটছে তাদের খুঁজে বের করতে তাগিদও দেন প্রধানমন্ত্রী।