Can't found in the image content. খালেদা জিয়াকে নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না: তথ্যমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

খালেদা জিয়াকে নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২৫, ২০২১

খালেদা জিয়াকে নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না: তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ। তিনি বলেন, সরকার দেশেই খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে চায়। অন্যদিকে তার কিছু হলেই বিএনপি তাকে বিদেশ নিতে চায়।

 

আজ বুধবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

 

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসকরা কিছু বলছেন না; অথচ বিএনপি নেতারা ডাক্তারের ভূমিকা পালন করছেন। এসবই শুধু রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে।

 

তিনি বলেন, খালেদা জিয়াকে লন্ডনে তারেক জিয়ার কাছে পাঠিয়ে সেখানে বসে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় বিএনপি।