Can't found in the image content. পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর আক্রমণকারীদের শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর আক্রমণকারীদের শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩

পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর আক্রমণকারীদের শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী
২৮ অক্টোবরের সহিংসতায় সাংবাদিকদের ওপর নির্যাতন অমানবিক। পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর আক্রমণকারীদের শাস্তি পেতেই হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে'র প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে উন্নয়ন করা যায়, তা করে প্রমাণ করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান তিনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । 

বাংলাদেশকে মুক্ত গণমাধ্যমের দেশে পরিণত করেছে আওয়ামী লীগ জানিয়ে সরকার প্রধান বলেন, কর্মসংস্থানের জন্য গণমাধ্যমকে বেসরকারিকরণ করা হয়েছে। কল্যাণ ফান্ডসহ সাংবাদিকদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ উল্লেখ করেন। ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করে মামলা দুর্ভাগ্যজনক। দশম ওয়েজ বাস্তবায়ন উদ্যোগ নেয়া হবে। গণমাধ্যম কর্মী আইন করার পরিকল্পনা রয়েছে। সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সাংবাদিকদের অবস্থান এখন উঁচু মানের এবং মর্যাদাপূর্ণ। মালিকরা কেনো কল্যাণ ট্রাস্টে অনুদান দেয় না, ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড দু:খজনক। ২৮ অক্টোবর সহিংসতায় সাংবাদিকদের ওপর নির্যাতন অমানবিক। এ ধরণের ঘটনা আর দেখা যায়নি। এ ঘটনার জবাব বিএনপিকে দিতে হবে। শান্তিপূর্ণ সমাবেশের নামে এতো ইট-পাথর কোথায় পেলো? সন্ত্রাসী কর্মকাণ্ডই বিএনপির চরিত্র। তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর আক্রমণের শাস্তি পেতেই হবে বলে জানান তিনি। 

সাংবাদিকদের আবাসন, দশম ওয়েজবোর্ড গঠন ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই উন্নয়নশীল দেশ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হামলাকারী চরিত্র আর্ন্তজাতিকভাবে তুলে ধরা দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান সরকার প্রধান ।