গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলা বন্ধে নতুন করে হুমকি দিয়েছে ইরান।
দেশটির পররাষ্টমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এখনই হামলা বন্ধ না হয় তাহলে ইসরাইলকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেছেন, যদি গাজায় এ মুহূর্তে কোনো যুদ্ধবিরতি না হয় এবং যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের হামলা অব্যাহত থাকে, তাহলে এটির পরিণতি হবে কঠোর।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরাইলে তেল ও খাদ্য রপ্তানি স্থগিত রাখতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একইসঙ্গে ইসরাইলকে বয়কট করার আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার একদল বিশ্ববিদ্যালয় ছাত্রকে দেওয়া সাক্ষাত অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা এ কথা বলেন।
খামেনি বলেন, গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ইহুদিবাদী ইসরাইলে তেল ও খাদ্য রপ্তানির পথ বন্ধ করতে হবে। গাজায় চলমান মানিবক বিপর্যয়ের জন্য কেবল পশ্চিমারা দায়ী। বিশ্ব জনমতের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে পশ্চিমারা।