ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

উদ্বোধন সামনে রেখে বঙ্গবন্ধু টানেল ঘিরে ব্যাপক কর্মযজ্ঞ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩

উদ্বোধন সামনে রেখে বঙ্গবন্ধু টানেল ঘিরে ব্যাপক কর্মযজ্ঞ
২৮ অক্টোবর উদ্বোধন সামনে রেখে ব্যাপক কর্মযজ্ঞ চলছে বঙ্গবন্ধু টানেলকে ঘিরে। চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত টানেল ঘিরে পুরো এলাকায় এখন সাজ সাজ রব। বন্দর নগরী চট্টগ্রামকে ওয়ান সিটি টু টাউনে রূপ দেবে এই টানেল। 

টানেল চালুর আগেই কর্ণফুলি নদীর আনোয়ারা প্রান্তে গড়ে উঠেছে বেশ কটি কারখানা। যানবাহনের বিশাল চাপ সামলাতে টানেলের প্রবেশ পথ থেকে পটিয়া ক্রসিং পর্যন্ত তৈরি হচ্ছে ছয় লেনের সড়ক। প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কও। ব্যবসায়ীরা বলছেন, টানেল শুধু যোগাযোগ নয়, জিডিপিতেও বিশেষ অবদান রাখবে। 

এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চট্টগ্রামবাসীর মধ্যে। ২৮ অক্টোবর এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে চলবে যানবাহন। টোল নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন দুশ ও সর্বোচ্চ এক হাজার টাকা।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, টানেলকে ঘিরে কর্ণফুলীর দক্ষিণ তীরে ব্যাপক কর্মব্যস্ততা। যানবাহনের বিশাল চাপ সমলাতে টানেল থেকে পটিয়ার ক্রসিং পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ছয় লেনের সড়ক। প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার সড়কও।

টানেল চালু হলে জাতীয় প্রবৃদ্ধি এক শতাংশ বাড়বে। এ জন্য সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।।

ব্যবসা-বাণিজ্যের গেমচেঞ্জার হিসেবে কাজ করবে এ টানেল। বলছেন, এফবিসিসিআই সভাপতি। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি নতুন করে শিল্পায়ন গতি পাবে বলছেন বিনিয়োগকারীরা।

কর্ণফুলী টানেলকে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য টেকসই প্রকল্প হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।