Can't found in the image content. যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২
যুক্তরাষ্ট্রে মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে নাইট ক্লাবসহ একাধিক জায়গায় বন্দুক হামলায় ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

শহরের কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি জানিয়েছেন বুধবার (২৫ অক্টোবর) রাতে লুইস্টননের একটি বোলিং অ্যালে, একটি রেস্টুরেন্ট এবং ওয়ালমার্টের একটি বিতরণকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় অ্যান্ড্রোস্কগিজন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, হামলাকারীরা পলাতক রয়েছেন। হামলার পর থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। 

পুলিশ বলছে, হামলাকারী এখনো পলাতক। তারা এটিকে একটি সক্রিয় ‘শ্যুটার সিচুয়েশন’ হিসেবে উল্লেখ করেছে। স্থানীয় পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ও একটি গাড়ির ছবি প্রকাশ করেছে, যা এই হামলায় ব্যবহার করা হয়েছে। প্রকাশিত ছবিগুলোতে সন্দেহভাজন ব্যক্তিকে রাইফেল হাতে গুলি করার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

এছাড়া মেইন স্টেট পুলিশ জানিয়েছে, হামলাকারীকে আটক করতে না পারার কারণে ফের হামলার আশঙ্কা রয়েছে।

এদিকে, হোয়াইট হাউজ জানিয়েছে, বন্দুকহামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।